সুনামগঞ্জের জামালগঞ্জ থানার মাদক উদ্ধার অভিযানে সাত পিছ ইয়াবাসহ এক যুবক কে গ্রেফতার করা হয়েছে।আসামির নাম আরিফুল ইসলাম (৩২),পিতা -মৃত সামছুল ইসলাম। তিনি উপজেলার সদর ইউনিয়নের তেলিয়া লামা পাড়ার বাসিন্দা।অদ্য ১৩/০৫/২০২৫ ইং তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলু, এএসআই মোঃ গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার শাহপুর গ্রামের জামালগঞ্জ-নোঁয়াগাও সড়ক থেকে সাত পিছ ইয়াবাসহ তাকে আটক করে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com