রাজবাড়ী জেলার দৌলতদিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এখন চোখে পড়ে ব্যস্ত কৃষকেরা। শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা জমিতে কাজ করছেন—কেউ ধান কাটছেন, কেউ তা গুচিয়ে রাখছেন। এতে চারদিকে বিরাজ করছে এক প্রকার উৎসবমুখর পরিবেশ।দৌলতদিয়ার মাঠজুড়ে দেখা যাচ্ছে সোনালি ধানের দোলা, আর তার মাঝেই পরিশ্রমে ব্যস্ত কৃষকদের দৃশ্য। স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। ফলে ধান কাটার সময় তাদের মধ্যে আনন্দ ও আশার ঝিলিক স্পষ্ট। তবে শ্রমিক সংকট কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সহায়তায় ধান কাটা হচ্ছে।স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, “এবার ধানের ফলন ভালো হয়েছে। এখন শ্রমিক পাওয়া একটু কষ্টকর হলেও পরিবারের সবাই মিলে ধান কেটে নিচ্ছি। আশা করছি ভালো দাম পাব।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com