সিরাজগঞ্জের চৌহালীতে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বিতর্কের বিষয় ছিল—“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য”, যেখানে প্রতিযোগীরা পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন।অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো: খাষকাউলিয়া কে আর পাইল মডেল উচ্চ বিদ্যালয়, চর জাজুরিয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com