প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:৫১ এ.এম
রাজবাড়ীতে অনুষ্ঠিত বর্ণাঢ্য বিজ্ঞান মেলা ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী
রাজবাড়ী, ১৪ মে ২০২৫:দেশব্যাপী উদযাপিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ এর অংশ হিসেবে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলা। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাজবাড়ী অফিসার্স ক্লাবে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প প্রদর্শন করেন। রোবোটিকস, পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তিসহ নানা বিষয়ের প্রকল্প মেলায় দর্শনার্থীদের দারুণভাবে আকর্ষণ করে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে হবে। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।”
দিনব্যাপী এ মেলায় আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলা চলবে ১৪ ও ১৫ মে পর্যন্ত।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com