প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:০৯ এ.এম
সীতাকুণ্ডে বিশুদ্ধ পানির তীব্র সংকট: নলকূপে নেই পানি, জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিশুদ্ধ পানির তীব্র সংকট বর্তমানে একটি গুরুতর সমস্যা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রায় ১০,০০০ নলকূপ অকেজো হয়ে পড়েছে, যার মধ্যে ৭,০০০টি সরকারিভাবে স্থাপিত এবং ৩,০০০টি ব্যক্তিগতভাবে স্থাপিত যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংকটের কারণ -ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস –শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি অতিমাত্রায় উত্তোলন ও ব্যবহারের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং সাধারণ নলকূপে পানি উঠছে না ।শিল্পকারখানার পানি ব্যবহার - সীতাকুণ্ডে প্রায় ৩০০টি ছোট-বড় শিল্প কারখানা রয়েছে, যে গুলো অতি উচ্চক্ষমতা সম্পন্ন সাবমারসিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে নিজেদের চাহিদা মিটাচ্ছে। প্রাকৃতিক উৎসের শুকিযয়ে যাওয়া - অব্যাহত খরা এবং জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ি ঝরনা, ছরা ও খাল-বিল শুকিয়ে গেছে, ফলে প্রাকৃতিক পানির উৎসগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে ।জলবায়ু পরিবর্তন - শুষ্ক মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় পানির সংকট আরও তীব্র হয়েছে জন জীবনে এর প্রভাব ফেলছে।ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস - শিল্প কারখানাগুলি ও যত্র-তত্র ইচ্ছে মাফিক গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। যার ফলে, প্রায় ১০,০০০ নলকূপ অকেজো হয়ে পড়েছে, এর মধ্যে ৭,০০০টি নলকূপ সরকারিভাবে স্থাপিত এবং ৩,০০০টি ব্যক্তিগতভাবে স্থাপিত ।
প্রভাব -জন-জীবনে দুর্ভোগ - খাবার পানি সংগ্রহের জন্য মানুষকে দূর-দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে, ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।স্বাস্থ্যঝুঁকি - আর্সেনিক ও আয়রনযুক্ত পানি ব্যবহারের ফলে শিশু, মহিলাসহ সকল শ্রেণী পেশার মানুষ পেটের পীড়া ও চর্মরোগের মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছে। কৃষিতে প্রভাব - পানি সংকটের কারণে ধান ও সবজির চাষ ব্যাহত হচ্ছে, ফলে কৃষকরা লোকসানের মুখে পড়ছেন ।সম্ভাব্য সমাধান -গভীর নলকূপ স্থাপন - ভূগর্ভস্থ পানির স্তর বিবেচনায় নিয়ে গভীর নলকূপ স্থাপন করা যেতে পারে।পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার - বৃষ্টির পানি সংরক্ষণ এবং শিল্প কারখানায় পানি পুনর্ব্যবহার ব্যবস্থা চালু করা যেতে পারে ।সরকারি সহায়তা - সরকারি পর্যায়ে পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এবং এলাকার গুরুত্ত্ব বিবেচনায় ঘন জনবহুল এলাকা চিহ্নিত করে সরকারী খরচে গভীর নলকূপ স্থাপন করে বসবাসকারী সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা পুরনের ব্যবস্থা করা যেতে পারে। ভূ-গর্ভস্থ পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।সীতাকুণ্ডে পানির সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ অতি: জরুরি। স্থানীয় প্রশাসন, শিল্প কারখানা মালিক এবং সাধারণ জনগণের সমন্বয়ে টেকসই সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জন গুরুত্ব বিবেচনা করে সংকট সামাধানে অগ্রনি ভূমিকা পালন করবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com