প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ১২:৪৭ পি.এম
মাত্র ১০০ টাকার জন্য প্রাণ গেল তামিমের, মঠবাড়িয়ায় আলোচিত হত্যাকাণ্ডে দুই আসামি গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত তামিম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তামিমকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ রাস্তার পাশে একটি ডোবার পানিতে ফেলে দেওয়া হয়।
তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের সূত্রপাত মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধ থেকে। নিহত তামিম ওই টাকা আসামি রিয়াদের কাছে পেত। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ক্ষোভে-প্রতিশোধে রিয়াদসহ অন্যান্য হত্যাকারীরা মিলে রাতের অন্ধকারে তামিমকে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় মামলার প্রধান আসামি রিয়াদকে গ্রেফতারের পর তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে দক্ষিণ বন্দর এলাকা থেকে আরেক আসামি রমজানকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, হত্যার পর তামিমের অটোরিকশাটি মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় আসামিরা।
মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, মামলার বাকি আসামিদেরও চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com