প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৭:৩১ পি.এম
নড়াইলে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

কাজী আতিকুর রহমান নড়াইলঃনড়াইল শহরের মুচিপোল সংলগ্ন ব্যস্ততম রূপগঞ্চ বাজার এলাকার ফুটপাথে রাতের আধারে গজিয়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে সড়ক বিভাগ।আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার সময় থেকে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগের সদস্যরা একযোগে অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে নির্মিত ৩২টিরও অধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা এ অবৈধ স্থাপনার কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ও পথচারীদের ভোগান্তির অভিযোগ জানিয়ে আসছিলেন।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের শহরাংশে চার লেন বিশিষ্ট সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে আগেই ‘বঙ্গবন্ধু হকার্স মার্কেট’ অপসারণ করা হয়েছিল। কিন্তু নির্মাণ কাজ শেষ না হতেই পুনরায় ফুটপাতজুড়ে দোকান বসিয়ে নেয় হকাররা। প্রশাসনের একাধিক সতর্কতা উপেক্ষা করে তারা পুনরায় জমি দখল করে বাজার চালু করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com