প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:০৮ পি.এম
খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে ধারণ করে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারী ২০২৫ খ্রি.) সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। ১৪ মে, ২০২৫ খ্রি. তারিখে খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) মহোদয়ের উপস্থিতিতে এই নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এছাড়াও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ মিজানুর রহমান (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), খাগড়াছড়ি পার্বত্য জেলা; জনাব মোঃ জাহেদুল ইসলাম পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা; এবং জনাব তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল), ফেনী জেলা সহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লিখিত পরীক্ষায় মোট ৩১ জন প্রার্থী কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ লাভ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ০৯ জন প্রার্থী চূড়ান্ত মেধাতালিকায় এবং ০৩ জন প্রার্থী অপেক্ষমান তালিকায় স্থান অধিকার করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) মহোদয় উক্ত নিয়োগ পরীক্ষায় মেধাক্রমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সকল প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com