প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:২৩ পি.এম
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) শাখা ছাত্রদল।
বুধবার (১৪ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন অভিযোগ করেন, “ছাত্রদলকে পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ের শিকার করা হচ্ছে। সাম্য ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সম্মুখসারির যোদ্ধা। তাকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি আরো বলেন, “ঢাবি ভিসি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন, তার পদত্যাগ চাই।”
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।
ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে দেশজুড়ে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com