প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:২৯ পি.এম
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক জুট মিল শ্রমিকের, আহত ২
রাজবাড়ীর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল আমিনসহ তিনজন শ্রমিক মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জানান, ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। এ বিষয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে কাজ চলছে এবং অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com