কাস্টমস সূত্রে জানা গেছে, পিআইএল বাংলাদেশ লিমিটেড নামের শিপিং লাইনের মাধ্যমে আসা কন্টেইনারটির ঘোষণা ছিল 'রিবন বা ফিতা' আমদানির। তবে পণ্য স্ক্যানিং ও তল্লাশির সময় এর ভেতর থেকে ‘ওসি সিলভার’ ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
মুন্নি এন্টারপ্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান এই কন্টেইনারটি আমদানি করে। এতে মোট ৩৯০টি প্যাকেজে থাকা ৭৮ লাখ শলাকা সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন,‘চালানটি সন্দেহজনক হওয়ায় স্ক্যান করে বিস্তারিত যাচাই করা হয়। আমরা এটি জব্দ করেছি এবং কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সম্প্রতি সীমান্ত ও বন্দরপথে বিদেশি সিগারেট ও নকল পণ্যের চোরাচালান আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য দেশের বাজারে সরবরাহের মাধ্যমে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।
প্রসঙ্গত, আগেও মোংলা বন্দরে এ ধরনের চোরাচালানের ঘটনা ঘটেছে। তবে এবার কাস্টমস হাউসের তৎপরতায় একটি বড় চালান আটক করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে এমন অপতৎপরতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com