খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ আয়োজনে আজ ১৪ মে (বুধবার) "Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
তিনি বলেন, বর্তমানে আমাদের তরুণরাই সবচেয়ে বড় শক্তি। ব্যাংকিংসহ প্রতিটি খাতে তরুণদের সম্পৃক্ততা ও নেতৃত্ব দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার শিক্ষার্থীরা শুধু চাকরির প্রত্যাশী নয়, তারা উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়েও প্রস্তুত হচ্ছে। ব্যাংকিং খাত একবিংশ শতাব্দীতে একটি প্রযুক্তিনির্ভর সৃজনশীল ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল ব্যাংকিং ও সাইবার সিকিউরিটির মতো বিষয়ে দক্ষতা অর্জনের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখন এমপাওয়ার্ড। বিশ্বের কোথায় কী চাকরি আছে, তা মুহূর্তেই জেনে নিচ্ছে তারা। অথচ আমাদের সময়ে প্রযুক্তি এত সহজলভ্য ছিল না। বর্তমানে বাংলাদেশে ৪ কোটি ৬০ লাখ কর্মক্ষম তরুণ রয়েছে, যাদের জনসম্পদে রূপান্তর করতে পারলেই দেশ এগিয়ে যাবে। কারণ, তরুণ সমাজই একটি দেশের উন্নয়নের চাবিকাঠি।
শিক্ষার্থীদের পেশাগত জীবন সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা আয়োজনে সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান এবং এ কর্মশালা ভবিষ্যৎ চাকরিবাজারে শিক্ষার্থীদের সক্ষমতা ও প্রতিযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রফেসর ড. গোলাম রাক্কিবু, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মামুর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তাজুল হোসেন তাজ এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইফ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্রুব দ্যুতি বিশ্বাস ও মোস্তাকিমা ইয়াসমিন রাশি।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা ব্যাংকিং খাত সম্পর্কে সম্যক ধারণা লাভের পাশাপাশি প্রাইম ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান। পরে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com