প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:৫৪ পি.এম
ঝিনাইদহ কালীগঞ্জে ইঞ্জিন চালিত লাটা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে নিহত ১

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার উল্যা-কোলা সড়কে ইঞ্জিনচালিন লাটা ও মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘর্ষে ফজলু খাঁ (৬০) নামের এক মোটর সাইকেল আরোহী নি*হত হয়েছেন এবং আহত ১ জনকে গুরু*তর অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।
বুধবার ১১.৩০ দিকে উপজেলার কালীগঞ্জ-উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে এ দুর্ঘ*টনা ঘটে। নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয় এবং একজন মারা*ত্বভাবে আহত হয়।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোলা ক্যাম্পের আইসি লিটন হোসেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়না তদন্তে শেষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com