আজ যশোরের চৌগাছায় চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা ইসলাম ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেন। সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা ইসলাম ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলার চৌগাছা শাখার প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষনার্থীদের এক্টিভিটি পর্যবেক্ষণ তথা কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষনার্থীদের কর্মসূচির ট্রেডভিত্তিক শিখন জানতে চান। প্রশিক্ষনার্থীরা খুব চমৎকারভাবে তাদের শিখুন ব্যক্ত করেন। জনাব ফারজানা ইসলাম ব্র্যাকের এই কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন। এ সময় ব্র্যাকের কর্ম দক্ষতা উন্নয়নের নারী শিক্ষার্থী ও প্রশিক্ষকরা বিভিন্ন বাজারে নারীবান্ধব পরিবেশে ওয়াশরুম না থাকায় তাদের সমেস্যার কথা তুলে ধরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা ইসলাম বাজারগুলোতে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শেখ সোবহান, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আল মাছুর রহমান, এলাকা ব্যবস্থাপক প্রগতি আহসান হাবীব, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী হোসেন, ব্র্যাক আলটাপুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রশান্ত সাহা প্রমুখ। কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক স্মৃতি হাজারী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com