প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:১১ পি.এম
রাস্তায় স্থাপিত কাঁচাবাজার উচ্ছেদ অভিযান: মালামাল এতিমখানায় দান

রাজধানীর দিয়াবাড়ি-কোনাবাড়ি এলাকায় রাস্তার ওপর স্থাপিত কাঁচাবাজার উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
আজ বুধবার ( ১৪ মে ২০২৫ খ্রি.) সকাল ০৭.০০ ঘটিকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ট্রাফিক- দারুসসালাম জোন এবং সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালনার সময় যেসব দোকানদার বারবার নির্দেশ সত্ত্বেও রাস্তা থেকে তাদের দোকান সরিয়ে নেয়নি, তাদের মালামাল জব্দ করা হয়। এসব মালামাল স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ট্রাফিক দারুসসালাম জোন ও সেনাবাহিনী এতিমখানায় দান করে দেন।
এমন উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে রাস্তা দখল মুক্ত করায় সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও পরিচালিত হবে যাতে নগরীর রাস্তাগুলি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় এবং অবৈধ বাজার স্থাপন বন্ধ হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com