প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:৪১ পি.এম
দখলকৃত জায়গায় পলিতিনের টন ঘর আগুনে ফুড়িয়ে জায়গার মালিককে ফাঁসানোর চেষ্টা

চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ড উত্তর খিলছাদক পশ্চিম পাড়া এলাকার নুরুল মোস্তফার স্ত্রী মর্জিনা বেগম এর নামে ডাঙ্গার চরে ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ ওঠেছে একই এলাকার বাসিন্দা নুর মুহাম্মদ গং এর বিরুদ্ধে,
গত কয়েকদিন আগে দখলকৃত জায়গায় পূর্বপরিকল্পিত ভাবে একটি পলিতিন ও বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক একটি ছোট টন ঘর নির্মাণ করেন নুর মোহাম্মদ গং,
জায়গার মালিক তা খবর পেয়ে তার জায়গায় ডাঙ্গার চর গিয়ে জিজ্ঞেস করলে জায়গায় থাকা চাষা আনোয়ার হোসেন বলেন এখানে তোমাদের কোনো জায়গা নাই,এটা আমার জায়গা,এখানে আমি কাউকে আসতে দেবো না,কেউ এই জায়গায় আসতে চাইলে আমাকে ২লাখ টাকা চাঁদা দিতে হবে,অন্যতায় এই জায়গা নিয়ে কেউ কথা বল্লে হাত পা কেটে নিবো,
গতকাল আনুমানিক রাত ২টার দিকে নূর মোহাম্মদ গং নুরুল মোস্তফা ও তার স্ত্রী সহ তার আত্মীয় স্বজনকে ফাঁসানোর উদ্দেশ্যে জোরপূর্বক তৈরিকৃত পলিথিন ও বাঁশের ছোট টন ঘরটি নিজেরা আগুন লাগিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে,পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়ে নুরুল মোস্তফা ও তার আত্মীয় স্বজকে ঘায়েল করার চেষ্টা চালায়,
সরেজমিনে গিয়ে এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন এই জায়গাটি মোস্তফার স্ত্রী মর্জিনার, নুর মুহাম্মদ ও আনোয়ার হোসেন মিলে রাতের আঁধারে নিজেরাই আগুন লাগিয়েছে,
জায়গাটি নুর মোহাম্মদ গং দখলে রাখার জন্য আনোয়ার হোসেন কে বলি হিসেবে চাষা রেখেছেন,
জায়গার মালিক মর্জিনা বলেন আমার স্বামী মোস্তফা চট্টগ্রাম অবস্থান করায় তার সুযোগে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে তারা পরিকল্পিত ভাবে রাতের আঁধারে আগুন লাগিয়ে আমাদের ফাসানোর চেষ্টা করছে,
এর আগেও অনেকবার আমাদের উপর হামলা করেছিল তারা,আমরা থানায় অভিযোগ করে আইনের আশ্রয় নিয়েছিলাম,চিন্হিত কয়েকজন সন্ত্রাসীদের গ্রেফতার করেছিল পুলিশ,এখন আবারও তারা আমাদের উপর নির্যাতন করছে,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,
সুস্থ তদন্তের মাধ্যমে দোশিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন উক্ত জায়গার মালিক মর্জিনা বেগম ও স্হানীয় এলাকার জনগণ
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com