প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:৪৭ পি.এম
বেনাপোল কাস্টমস হাউসে কলমবিরতি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কলমবিরতি পালন করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।
এদিকে গত মঙ্গলবার (১৩ মে) এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ১৪, ১৫ ও ১৭ মে তিনদিনের কলমবিরতি কর্মসূচির ঘোষণা দেন তারা।
এ কর্মসূচি পালনে বুধবার (১৪ মে) প্রথমদিন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা এ কর্মসূচি পালন করেন। ফলে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ ছিল।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবার রহমান জানান, কাস্টমস কর্মকর্তারা কলম বিরতি পালন করায় বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে ছিল। এতে করে ঠিক সময় মতো পণ্য খালাস নিতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, তারা তাদের দাবি আদায়ের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমবিরতি পালন করেছেন। তাদের দাবি, আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com