প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:৫২ পি.এম
দামুড়হুদায় স্কুলছাত্র হত্যা – আসামীদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানব বন্ধন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ছয়ঘরি গ্রামে ষস্ট শ্রেনীর স্কুলছাত্র রিয়াদ (১৪)কে দিনের বেলায় কুপিয়ে খুন করার দায়ে আসামীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন করা হয়েছে।
নিহতের স্কুলের সহকর্মি ছাত্র ছাত্রী শিক্ষক ও এলাকাবাসিরা এই মানববন্ধন করেন।
বুধবার ১৪ মে দুপুর ১২ টায় আসামীদের বাড়ির সামনে দাড়িয়ে এ কর্মসূচি পালন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ শফিউল্লাহ,দর্শনা পৌর বি এন পির সমন্বয় কমিটির সদস্য মোঃ নাহারুল মাস্টার,মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ একরামুল হোসেন,স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন।
বক্তাগন স্কুল ছাত্র রিয়াদ হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত আটক পুর্বক ফাঁসির দাবি জানান।
উল্লেখ গত সোমবার ১২ মে দুপুরে উপজেলার ছয়ঘরি গ্রামে দুটি পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাইতুল্লার ছেলে মোঃ হযরত আলির কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে জিয়াউর রহমান কাজির ছেলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিয়াদ হোসেন (১৩) কে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় মঙ্গলবার ১৩ মে ৫ জনকে আসামী করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করে নিহত স্কুল ছাত্রের পিতা।
দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান ইতিমধ্যে দুজনকে আ্টক করা হয়েছে,বাকি আসামি ধরার চেস্টা চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com