১৪ ই মে রাত ৯ ঘটিকায়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল উপর হামলার ঘটনা ঘটে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসক জন্য নেওয়া হয়। সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, এলাকায় যারা গাঁজার ব্যবসা করে তাদের আমি নিষেধ করি। এজন্য রেজার ছেলে রিয়াদ আমার সঙ্গে গন্ডগোল সৃষ্টি করে।পরে স্থানীয় ভাবে মিমাংসা করা হয়। আজ হঠাৎ করে রিয়াদ সহ করেকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। চাপাতি, রড,লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরা সকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী। স্থানীযরা আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com