প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৬:২৩ এ.এম
সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার ও অ্যাথলেটিক্স সামগ্রীসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলার উপকরণ। এসব সামগ্রী চৌহালী উপজেলার ২৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়, যা জেলা প্রশাসক কার্যালয় থেকে সরবরাহ করা হয়।
তৃণমূল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবগুলোকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, শিক্ষক ইদ্রিস আলী, গোলাম মোস্তফা ও আলী আকবর প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com