খুলনায় ৯ বছরের এক কন্যা শিশুকে নির্যাতনের অভিযোগে মো. মামুন ব্যাপারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। তবে নির্যাতনের শিকার হওয়া শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। আটক মামুন নতুন বাজার লঞ্চঘাট মোশারেফ গলির বাসিন্দা মো. আলামিন ব্যাপারীর ছেলে।
মামুনের আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নতুন বাজার চর এলাকায় মো. মামুন ব্যাপারী নামে এক যুবককে ৯ বছরের এক কন্যা শিশুকে নির্যাতন করেছে। এমন সংবাদ পেয়ে স্থানীয়রা গণধোলাই দিয়ে নতুন বাজার চর এলাকায় আটক করে রেখেছে। এমন সংবাদ জেনে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে।
তিনি আরও বলেন, নির্যাতনের শিকার হওয়া ওই কন্যা শিশুকে প্রথমে খুলনা বিভাগীয় শিশু হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। কন্যা শিশুটির পরিবার এখনও থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে নির্যাতনকারী যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com