খুলনা জিলা স্কুল মাঠে বুধবার (১৪ মে) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সেখানে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে হাজির হয়। তাদের দুর্ঘটনার প্রতিরোধ ও উদ্ধার ব্যবস্থা, বজ্রপাতে আগাম সতর্ক সংকেত, চুরির সঙ্গে-সঙ্গে পুলিশের কাছে অটোমেটিক বার্তা পৌছানো, ট্রেন দুর্ঘটনা প্রতিরোধসহ অভূতপূর্ত সব উদ্ভাবন নজরকাড়ে মেলায় আগতদের। বৃহস্পতিবারও (১৫ মে) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে।
আয়োজকরা জানান, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
এ বছর বিজ্ঞান সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’। বুধবার (১৪ মে) বেলা ১১টায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
মেলার অন্যতম আকর্ষণ ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস। অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো বাসের ভেতরে ছিল মিনি থিয়েটার। যেখানে মহাকাশ ও বিজ্ঞানভিত্তিক ফোর-ডি সিনেমা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়েছে। বাসে চড়ে আপন আগ্রহে শিক্ষার্থীরা জেনেছে বিজ্ঞান সম্পর্কে।
মেলায় ঘুরতে-ঘুরতে দেখা মেলে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মুক্তাদির আহমেদ, মাইনুল ইসলাম, মো. ইসমাম ও ফাতিম নিশানের সাথে। তারা সবাই দলবেধে এসেছে মেলা দেখতে। মেলায় ফোর ডি মুভি দেখে তারা সবাই খুশি ও আনন্দিত।
মেলায় বিজ্ঞান ভিত্তিক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com