ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঘাইছড়ি উপজেলা, পৌরসভা এবং কাচালং সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন।বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে হত্যার প্রতিবাদ জানান।সমাবেশে সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুর কবির এবং সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী।সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক, সদস্য সচিব সোহেল রানা এবং ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি নিরাপদ ক্যাম্পাসে শাহরিয়ার আলম সাম্যের মতো এক মেধাবী ছাত্রদল নেতাকে নির্মমভাবে হত্যা করায় জাতি স্তম্ভিত। এ হত্যাকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। প্রশাসনের গাফিলতি এবং নীরব ভূমিকা এই হত্যার পথকে সুগম করেছে।নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে, দোষীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com