প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৭:২৭ এ.এম
সদরপুরে ধর্ষণ ও মাদক মামলায় ২জন গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর হত্যা ও মাদক মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করছে সদরপুর থানা পুলিশ। গেল রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাছির উদ্দীন খালাসীর ছেলে ছবুর খালাসী এবং
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন চরবিষ্ণুপুর ইউনিয়নের সমশের মাতুব্বর ডাঙ্গী গ্রামের বাবুল বেপারীর ছেলে রবিউল বেপারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের কোট হাজাতে প্রেরনের প্রক্রিয়া চলছে। মাদক কারবারি ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের অভিযান অব্যহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com