জামালপুর সদরের, ১২নং তিতপল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগের নেতৃত্বে ২নং ওয়ার্ডের চৌরশি মুন্সিপাড়া গ্রামের অবহেলিত মাটির রাস্তাটি ইটের সলিং কাজটি সম্পূর্ণ করা হয়েছে। রাস্তাটির দূরত্ব ৭৭০ ফিট এবং প্রশস্ত ৯ ফিট। রাস্তাটি প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ নিজে উপস্থিত থেকে কাজটি স্বয়ংসম্পূর্ণ করেন। এলাকাবাসী তথ্য মতে দীর্ঘদিন যাবত অবহেলিত ছিল এই গ্রামে রাস্তাটি। রাস্তার কাজটি করাই এলাকাবাসী আনন্দিত। জানা যায়,, চৌরশি মুন্সিপাড়া ও কান্দারপাড়া গ্রামের যাতায়াতের মাধ্যম ছিল এই রাস্তাটি এবং পার্শ্ববর্তী যে রাস্তা গুলো রয়েছে সেগুলো সংস্কারের দাবি ও জানিয়েছেন স্থানীয় জনগণ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com