প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৭:৪৯ এ.এম
চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় ব্যাটারি চালিত অটো উল্টে পাঁচজন আহত
চাঁদপুর শহরের ব্যস্ততম সড়ক জোড়পুকুরপাড় এলাকায় আজ ১২:৩০ মিনিটের সময় মিজান প্লাজার সামনে ব্যাটারি চালিত অটো উল্টে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে।ঘটনার বিবরণে জানা যায় শহরের জোড়পুকুরপাড় এলাকার মিজান প্লাজার সামনে বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারি চালিত অটো উল্টে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে থাকা লোকজন আহত যাত্রীদের কে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনা স্থানে
থাকা ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন জানান জোড়পুকুরপাড় এলাকাটি একটি টানিং পয়েন্ট রয়েছে। অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার ব্যাটারি চালিত অটো গাড়িটি দ্রুত গতিতে ছুটে আসছিল। গাড়িটির নিজ আয়ত্তে রাখতে না পারার কারণে ঘটনাস্থলে গাড়িটি উল্টে যায়। এতে করে গাড়িতে থাকা শিশুসহ পাঁচজন গুরুত আহত হয়। পরবর্তীতে আমরা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাই। এদের মধ্যে আনিসুর ( ৭৫)ও আমেনা( ৬৫) গুরুতর আহত হয়। বর্তমানে গাড়িটি দুর্ঘটনা কবলিত এলাকায় স্থানীয় লোকজন আটকে রেখেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com