প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:১৮ এ.এম
সাম্য হত্যার প্রতিবাদে নলছিটি কলেজ ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের দ্রুত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালিত হয় আজ বৃহস্পতিবার ১৫ /০৫/২৫ তারিখ এ সময় উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের (আহ্বায়ক) রাকিব গাজী, (সদস্য সচিব) নাঈম আহমেদ হিমেল, (যুগ্ন আহবায়ক) সজল খলিফা, ছাত্রনেতা রাকিব মাহমুদ, রাতুল গাজীসহ ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী বলেন, যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ছাত্রদল রক্ত দিবে তারপরেও আর একটি লাশও আমরা দেখতে চাই না। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিমেল তার বক্তব্যে বলেন, আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রনেতা রাতুল গাজী বলেন, ছাত্রদল শুধু প্রতিবাদ কর্মসূচি পালন করতে জানে তা না ছাত্রদল প্রতিরোধ ও গড়ে তুলতে পারে আমাদের সহযোদ্ধার মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়।
ছাত্রদলের রক্ত সস্তা নয়! প্রতিফোঁটা রক্তের হিসাব হবে ইনশাআল্লাহ।
চকলেজ ছাত্রদল নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে দিয়ে নলছিটি সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসেই প্রতিবার সমাবেশটি সমাপ্ত ঘোষণা করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com