প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:৩৩ এ.এম
সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন, আব্দুর রাজ্জাক আহ্বায়ক, নূরনবী হোসাইনী সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (১৪ মে) নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।
১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আব্দুল রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নূরনবী হোসাইনী ও মাওলানা মো. জহুরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে মোট ১৫ জনকে যুগ্ম-আহ্বায়ক এবং ১নং সদস্য শেখ মো.এনামুল হকসহ ৮৩ জনকে সদস্য রাখা হয়েছে।
কমিটিতে ১৫ জন যুগ্ম-আহ্বায়ক হলেন- মো. লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টি এম শরফউদ্দিন জামিল,
হাফেজ ক্বারী মো. আব্দুল ওয়াজেদ, হাফেজ মাওলানা জুবায়ের হোসেন জুয়েল, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,
হাফেজ মাওলানা মো. স্বপন ওয়ারেসী, মাওলানা মো. ফরহাদ আলম, মাওলানা মো.মোত্তাকিন বিল্লাল রোকনি, মাওলানা কাজী মো.ইয়াহিয়া, মো.ইউসুফ আলী মেম্বার, টি এম শাকিব উল ইসলাম, মাওলানা মো. আব্দুস ছালাম, মাওলানা মো. হযরত আলী, মৌলভী মো. জহুরুল ইসলাম, মাওলানা মো. নাসির উদ্দিন।
এর আগে রোববার (১১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাও. মোহাম্মাদ ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাও. মো. তাজউদ্দীন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য সাংবাদিক শেখ মো. এনামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য হাফেজ মাও. মো. আব্দুর রাজ্জাক।
সংগঠন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনামূলক ও পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে নবগঠিত আহ্বায়ক কমিটির বিষয়ে বক্তারা বক্তব্য দেন।
এদিকে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com