রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে এক যুবককে শত্রুতার জেরে অপহরণ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক স্থানীয় নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বুধবার রাতে। আহত যুবকের নাম মকুল মন্ডল (২৫), তিনি মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের বিশু মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে মকুল মন্ডল বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে তাকে আলামিন নামের এক যুবক নেতৃত্বে চারটি মোটরসাইকেলে করে ৮-১০ জন দুর্বৃত্ত অপহরণ করে। অপহরণের সময় তারা মকুলের চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং তাকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তারা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
খবর পেয়ে রাতেই মৌরাট ইউনিয়ন এলাকা থেকে পুলিশ মকুল মন্ডলকে উদ্ধার করে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তবে তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
মকুল মন্ডল জানান, পূর্বের ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে পাংশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান চালিয়ে আহত মকুলকে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, অভিযুক্ত আলামিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com