প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:৫১ এ.এম
অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি (১৫-০৫-২০২৫) : হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা এগারোটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রীড়াবিদ আসাদুজ্জামান লিটন, এনসিপি সদস্য সাহেব মাহমুদ ও খন্দকার মু্ঈজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ। হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধ, দালাল নিধন, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল নিয়োগ সহ তত্ত্বাবধায়ক অপসারণ এর দাবি করা হয় কর্মসূচিতে। এ সময় বক্তারা হাসপাতালের পরিবেশ ঠিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। বিগত সময়ে বারবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজ হয়নি বলেও বক্তারা।
চবক্তব্যে ইমতিয়াজ আহমেদ হুঁশিয়ার করে বলেন, আগামী এক মাসের মধ্যে হসপিটালের পরিবেশ না পারলে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। হসপিটালে রোগীর সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণে করবেন বলেও ঘোষণা দেয় ইমতিয়াজ।
মানববন্ধনে রোগীর স্বজন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com