প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৮:১৪ এ.এম
লালমনিরহাটে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ১৯/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বিভিন্ন সময় লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কালীগঞ্জ থানার ইজিবাইক চুরি মামলার আসামী ০১। মোঃ জাহিদুল হক (৩২), ০২। মোঃ রবিউল ইসলাম (২৫), ০৩। মোশারফ হোসেন (৩৩)-গনদেরকে গ্রেফতার করা হয়।
বাদী মোঃ তমিজ উদ্দিন (৪৩), পিতা: মৃত জয়নাল আবেদিন, গ্রাম- বারাজান (০৭ নং ওয়ার্ড) , থানা- কালীগঞ্জ, জেলা -লালমনিরহাট এর ছেলে মোঃ আদম আলী (১৭) গত ০৭/০৪/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন সুকানদিঘী ইজিবাইক স্ট্যান্ডে ০২ জন অপরিচিত যাত্রী নিয়ে চন্দ্রপুর উদ্দেশ্যে রওনা করেন। চন্দ্রপুর যাওয়ার পথে পথিমধ্যে বারাজান মালির ধাম নামক স্থানে ইজিবাইকের চাকা পাংচার হয়। উক্ত অপরিচিত ০২ জন যাত্রী ইজিবাইকের চাকা ঠিক করিয়া নিয়া আসতে বলেন। একপর্যায়ে বাদীর ছেলে উক্ত অপরিচিত ০২ জন যাত্রীর কথা মত সুকানদিঘী বাজারে চলে যায়। বাদীর ছেলে ইজিবাইকটি মেরামত করে যাত্রীদের নিয়ে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত তারিখ রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় চন্দ্রপুর বাজারের পৌঁছা মাত্রই অপরিচিত ০২ জন যাত্রীর মধ্যে ০১ জন যাত্রী ইজিবাইকের ভিতরে বসিয়া থাকে এবং অপর একজন যাত্রী চা খাওয়ার জন্য চায়ের দোকানে বাদীর ছেলে সহ যান। সু-কৌশলে অপরিচিত যাত্রীদের মধ্যে একজন বাদীর ছেলেকে চা পান করানোর কথা বলে চায়ের দোকানে নিয়ে যান এবং অপর জন ভিকটিমের চোখ ফাঁকি দিয়ে ইজিবাইটি নিয়ে পালিয়ে যান। উপরোক্ত ঘটনার বিষয়টি বাদীর ছেলে বাদীকে জানালে বাদী স্থানীয় ভাবে খোজ খবর করে ব্যর্থ হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
উপরোক্ত এজাহারের প্রেক্ষিতে কালীগঞ্জ থানার মামলা নং- ২৯/১৯৫, তাং- ১৮/০৫/২০২৫ খ্রিঃ তারিখ মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটি তদন্তকারী অফিসার ও জেলা গোয়েন্দা শাখার আভিযানিক দল তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আসামীদের গ্রেফতার করেন। উক্ত আসামীগণ আন্তঃজেলা অটো/ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। ইতিমধ্যে জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল চোরচক্রের সদস্যদের গ্রেফতারের পাশাপাশি ০৩(তিন) টি চোরাই অটো (বাদীর চুরি যাওয়া অটো সহ) উদ্ধার করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com