সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাস উল্টে গিয়ে সড়ক দুঘর্টনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি। সোমবার ভোর ৫টায় শান্তিগঞ্জ উপজেলাধীন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাড়কের ডাবর সেতুর পশ্চিম পাড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, বাসে যাত্রীর সংখ্যা কম ছিলো। ১০/১২ জন লোক ছিলো। দুর্ঘটনাকবলিত বাসের অবস্থা খুবই খারাপ ছিলো। তবে যাত্রীরা খুব বেশি গুরুতর আহত হন নি। দুর্ঘটনা ঘটার সাথে সাথে অন্যান্য যানবাহনে চড়ে তারা চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে ছুটে যান। কারো নাম পরিচয় জানা যায় নি। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তোষ মল্লিক জানান, আমরা খবর পেয়েছি ভোর ৬টায়। আমাদের ধারণা এর প্রায় ঘন্টাখানেক আগে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তায়েফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫৮৯৯৭) ময়মনসিংহ থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। বাসটির বেহাল দশা দেখে বুঝা যাচ্ছে বাজে ভাবে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা গিয়ে আহত কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাইনি।
জয়কলস পুলিশ ফাঁড়ির ওসি আবদুর রশিদ সরকার বলেন, আমাদের জানা মতে বাসে যাত্রী কম ছিলো। আহতের সংখ্যা ২/৪জন হবে। আমরা গিয়ে আহত কোনো ব্যক্তিকে পাইনি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com