প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৮:২৬ এ.এম
খুলনা রুপসায় অবৈধ ইটভাটা বন্ধের যৌথ অভিযান
![]()
রূপসায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান। মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক রূপসা উপজেলার অবৈধ ইটভাটা বন্ধে আজ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২ (বাইশ) টি অবৈধ ভাটার চুল্লী বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং পল্লীবিদ্যুত সমিতির সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com