চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-পা, মুখ, উরুসহ একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৩ মার্চ) ভোরে চৌডালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনগর গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মতিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেবগ্রাম এলাকার মৃত জয়নালের ছেলে। তিনি কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসায় জড়িত ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (২ মার্চ) রাত ১০টার দিকে ওই বাড়িতে মতিনকে দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মতিনের ওই বাড়িতে যাতায়াত ছিল। শুকুরুদ্দীনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার রোগী ছিলেন। স্থানীয় ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন,পরকীয়া প্রেমের জেরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর বাড়ির সকলেই পলাতক রয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, রবিবার দিবাগত রাত ১২টার পর স্থানীয়দের দেওয়া খবরে সোমবার ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও দাও জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে সোমবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। তবে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। চৌডালা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ গোলাম কিবরিয়া হাবিব বলেন, ঘটনাটি পরকীয়া প্রেম সংক্রান্ত হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে বোঝা যাবে কারা কারা হত্যাকাণ্ডে জড়িত ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com