প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৮:৫৪ এ.এম
রাজধানীর ঢাকা খিলক্ষেত ফুটওভার ব্রিজ এর নিচে ছিনতাইএর ঘটনা

খিলক্ষেত ফুটওভার ব্রীজে এক ছিনতাইকারীকে সাধারণ জনতা হাতে নাতে ধরে , উপস্থিত থাকা জনতা সেখানে উত্তম মধ্যম দেয় এই ঘটনা ঘটে সোমবার রাত ০৮..১০ টার সময় এরপর পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য খিলক্ষেত থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় লোকজন এদের ছিনতাই এ অতিষ্ট হয়ে গেছে। কিন্তু যখন অভিযোগ কিংবা মামলা দায়ের করার জন্য নাম ও সাক্ষর দিতে বলা হয়, কিন্তু অনেকেই পিছ পা হয়ে চলে যায়। কেউ-ই দায়িত্ব নিতে চায় না। কিছুদিন আগে এক জন্য এর ফোন চুরি হয়। এবং স্থানীয় এক জন্য বলছে , এদের বিরুদ্ধে আইনের ব্যাবস্থা নিলে ভালো হবে। এ কথা জানান এবং স্থানীয় একজন বলে আমি, আমার এক ছোটো ভাই ও রুমমেট Mominul Islam Mohon সহ আরও একজন ভাই ছিলেন। আমরা প্রায় রাত ৮ টা ৪৫ থেকে ১১ টা ৪০ অব্দি থানায় থেকে উক্ত ছিনতাইকারীকে পুলিশের সহায়তায় জিজ্ঞাসাবাদ করা হয়। সে বার বার ভুল ও মিথ্যা তথ্য দিচ্ছিলো, পরে সে তার এক বউ এর নাম্বার দেয়। তাকে ফোন দেয়া হলে, মিরপুর ভাষানটেক থেকে প্রায় ৬ মিনিটেই খিলক্ষেত চলে আসে। অবিশ্বাস্য হলেও, এমন যানবাহন আমরাও চাই। যাই হোক, সেখানে তার কথিত স্ত্রী এর সাথে আরও একটা ছেলে ও মেয়ে আসে। তাদের ছবিও দেয়া হলো, এবং তার স্ত্রীর ফোন থেকে যে নাম্বার গুলো পাওয়া যায়, তার একটা ছবিও দেয়া হলো। ১ম নাম্বার টা পুলিশের। তার বিবরণী সার্চ করে পাওয়া যায় সে এর আগেও ২০২৪ সালের মার্চ মাসে একবার ছিনতাই এর অপরাধে আটক হয়। তাহলে তাদের কি শাস্তি হয় যে তারা আবার এই কাজ করতেই থাকে, তাদের পুণর্বাসন ব্যাবস্থাই বা কি?
এদের কিছু বৈশিষ্ট্য:
১। ছিনতাইকারীর মানিব্যাগে কিছুই ছিলো না।
২। গলায় রুপালি রঙের একটা চেইন ছিলো, যেখানে "S" লেটার ও একটি সিমকার্ড ইযেক্টর।
৩। ডান হাতের বাহুতে ট্যাটু করা। "S" লিখা।
৪। বাকি ৩ জন যারা এসেছিলো তাদের হাতও অনেক গুলা ব্লেড দিয়ে কাটার দাগ পরিপূর্ণ।
শেষ পর্যায়, ছিনতাইকারী টয়লেটে যাওয়ার কথা বলে, সারা শরীরে মানব মল (গু) মেখে আসে। পরে পুলিশ জিম্মাদার রেখে, তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
বি. দ্র: ১। একজন ভদ্রমহিলা থানায় মিসিং ডায়ারী করতে আসেন, তিনি বলেন, তার বাসা নাকি নিকুঞ্জ - ২। তবে জিজ্ঞাসা করলে, আর কোনো তথ্য দেন না। বরং বার বার আমাদের বলতে থাকে, তাকে যেনো ছেড়ে দেই। তবে সকল সাধারণ নাগরিকদের কাছে একটাই অনুরোধ, আপনারা অন্যায় দেখলে পিছপা হবেন না। মনে রাখবেন, আমাদের সম্মিলিত শক্তিই পারে এদের বিরুদ্ধে, প্রতিরোধ গড়ে তুলতে। সবাই সতর্ক থাকুন ও সুস্থ থাকুন। এবং Mominul Islam, Mohon ও তার বন্ধু মিলে এই তথ্য দেন , এই ছিন্তায়কারীদের সাথে আরো অনেক কোন মাফিয়া আছে , তার জন্য ছিনতাইকারী দের এতো ক্ষমতা দেখায়। সবাই জেগে উঠুন ছিনতাইকারীর প্রতিবাদ করুন ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com