প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৯:১৫ এ.এম
রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবি
![]()
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা বৃদ্ধি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যক্রম শুরু করেছে। কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি। বিজিবির সঙ্গে মাঠে আছেন পুলিশের সদস্যরাও। রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের। এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর একসঙ্গে কাজের ফলে আমাদের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসা। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করছি। নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা৷ সবার যৌথ উদ্যোগে দ্রুতই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা তাদের।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com