নরসিংদী ফিলিং স্টেশন ভাংচুরের প্রতিবাদে নরসিংদী জেলার ২২ টি ফিলিং স্টেশন বন্ধ ঘোষনা করেছে মালিকরা। ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় “সেনারগাঁও ফিলিং স্টেশন ” নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর ও এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে ২২ টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ রেখেছে ফিলিং স্টেশন মালিকরা। যার ফলে ভোগান্তিতে পড়েছে এম্বুলেন্সসহ পণ্য ও যাত্রীবাহী পরিবহনগুলো। সোমবার বিকেল ৫ টার পর থেকে বন্ধ রয়েছে ফিলিং স্টেশনগুলো। সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন নরসিংদী জোন জানায়, দুপুরের আগে গ্যাসের কম চাপের অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুবৃত্তরা। এসময় মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মচারীরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী রেখে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন, নরসিংদী জোনের সাধারণ সম্পাদক ঘোড়াশালের নাজমুল ফিলিং স্টেশনের মালিক নাজমুল হক অভিযোগ করে বলেন, নরসিংদীতে তাদের সোনারগাঁও ফিলিং স্টেশনে দাবি আদায়ের নামে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করেছে রেন্ট এ কারের চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ করতে কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনকে জানিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি পাম্পে তারা জড়ো হয়ে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। এতে সিএনজি পাম্প মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য সোমবার বিকেল ৫ টা থেকে জেলার সিএনজি পাম্প গুলো বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানানো হয়। এদিকে রেন্ট এ কারের মালিক ও চালকদের দাবি ফিলিং স্টেশনগুলোকে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ করতে হবে। কন্টিনারে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা আমাদের দাবি মানছেন না। তাই আমরা নরসিংদী প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন থেকে দাবি জানিয়েছি। শিল্প কারখানায় অধিক মুনাফার আশায় প্রাইভেট যানবাহনে গ্যাস না দিয়ে শিল্প কারখানায় বড় কন্টিনারে গ্যাস দিচ্ছে নরসিংদীর সিএনজি পাম্পগুলো। এদিকে হঠাৎ ফিলিংস্টেশন গুলো বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পরেছে দুরপাল্লার পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন গুলো। গ্যাসের জন্য অনেক পাম্পে এ্যাম্বোলেন্স ও দাড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় অনেক গাড়ীর ড্রাইভার জানান, হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় আমাদের জ্বালানী শেষ হয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পোহাতে হচ্ছে ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com