সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিশ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি,ফুসকা, জিরা, বিড়ি, কয়লা সহ বাংলাদেশী স্টিল বডি নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫) তারিখে রাত বারোটার পর থেকে সকাল ৭ টা পর্যন্ত অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ডুলুরা বিওপি কর্তৃক বাংলাদেশী স্টিলবডি নৌকা-০১টি, ভারতীয় চিনি-১০৯০ কেজি, ভারতীয় জিরা-৭৮ কেজি, ভারতীয় বিড়ি-৮৪০ প্যাকেট, যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৪২ হাজার ৯শত টাকা। চাঁনপুর বিওপি কর্তৃক ভারতীয় ফুসকা-৭৫০ কেজি, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৭ হাজার ৫শত টাকা। মাছিমপুর বিওপি কর্তৃক ভারতীয় ফুসকা-৩২৪ কেজি, ভারতীয় চিনি-২২ কেজি যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৪ শত ৪০ টাকা এবং চাঁরাগাও বিওপি কর্তৃক ভারতীয় কয়লা-২০০০ কেজি, যার আনুমানিক মূল্য-৪০ হাজার টাকা সহ ২০ লক্ষ ৩৭ হাজার ৮ শত টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত বাংলাদেশী স্টিলবডি নৌকা, ভারতীয় চিনি, জিরা, বিড়ি, ফুসকা ও কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com