মাদারীপুরে পৌরসভা হলরুমে জেলা প্রশাসকের আয়োজনে ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত চার দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন মাদারীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: ইয়াসমিন আক্তার। উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলম, ডিস্ট্রিক্ট পুলের সদস্য সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগাল এইড অফিসার রাবেয়া বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস,মো: জাহাঙ্গীর আলম। সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক,মো: মাইনুদ্দিন সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের, উপপরিচালক সানোয়ারা বেগম। এবিষয়ে গ্রাম আদালতের আইন বিধি নিয়ে আলোচনা করেন মাদারীপুর জেলা ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন ও শারমিন সুরভী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com