‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শো-এ রণবীর এলাহাবাদিয়ার আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে যখন বিতর্ক তুঙ্গে, তখনই নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন কমেডি কিং কপিল শর্মা। সম্প্রতি তার এক পুরনো মন্তব্য ভাইরাল হয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
কপিল শর্মার জনপ্রিয় শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর একটি এপিসোডে তিনি বলেছিলেন, 'ভারতীয়রা দু'টি জিনিস সবচেয়ে বেশি ভালোবাসেন—ক্রিকেট এবং ফিল্ম।' সেই সঙ্গে তিনি মজার ছলে বলেছিলেন, 'ভোর ৪টায় ক্রিকেট ম্যাচ দেখতে বসে যাওয়া মানুষেরা পরে মা-বাবার কাবাডি দেখে ঘুমিয়ে পড়েন!'
এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ কপিলের মন্তব্যকে 'হতাশাজনক' বললেও, অনেকেই তার সমর্থনে এগিয়ে এসেছেন। তাদের মতে, কপিল নিছক মজার ছলে কথাটি বলেছেন, এর মধ্যে কোনো বিদ্বেষ নেই।
এক নেটিজেন লিখেছেন, 'কপিল খুবই স্মার্ট, তিনি ঠাট্টার মাধ্যমেই বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু রণবীরের অশালীন কৌতুকের মাধ্যমে ডার্ক কমেডির নামে বিতর্কিত মন্তব্য করেছেন।'
অন্যদিকে, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শো-এ রণবীরের মন্তব্যকে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। শো-এর এক পর্বে তিনি প্রতিযোগীদের শারীরিক গঠনের বিষয়ে আপত্তিকর প্রশ্ন করেছিলেন, এমনকি ২ কোটি টাকার বিনিময়ে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে রণবীরের বিরুদ্ধে একাধিক রাজ্যে অভিযোগ দায়ের হয়েছে। সামাজিক মাধ্যমে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে, এমনকি তার অনুসারী সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com