উত্তরা অঞ্চলের প্রবেশদ্বার বগুড়া শহর এই শহরের স্টেশন রোড, থানা রোড, কাঠালতলা, ফতেহ আলী বাজারের সামনে, এইসব জায়গায় রোডের দুইপাশে ফুটপাতের উপরের ব্যবসায়ীরা টাকার বিনিময়ে খুঁদে ব্যবসায়ীদেরকে ফুটপাতে বসিয়ে দেন। এ বিষয়ে সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, কোন মহল ওই উপরের ব্যবসায়ীদেরকে কেন, টাকার বিনিময়ে খুদে ব্যবসায়ীদের ফুটপাতের দোকান বসিয়ে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান ছিল এ কারণে রোডের ও দুই ধারে ছিল, রূপকথার গল্প চিচিং ফাঁক। আজ মঙ্গলবার আবারো ফুটপাতে দোকানে বসানো শুরু করছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com