চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী দুটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একটি বাস অপরটির ধাক্কায় সড়কের পাশে বিলে পড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে মহাসড়কের পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দুই বাস এভার গ্ৰিন ও ইম্পেরিয়াল এক্সপ্রেস যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাস দুটি পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় পৌঁছালে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচকে পিছন দিক থেকে ধাক্কা দেয় এভার গ্ৰিন বাস। এতে ইম্পেরিয়াল বাসটি সড়কের পাশে বিলে পড়ে যায়। তবে এ সময় ওই বাসে থাকা কেউ গুরুতর আহত হননি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি হেফাজতে নেয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম। তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি।’
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com