প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৭:৪৬ পি.এম
সুন্দরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
![]()
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত বৈধ ভাবে গড়ে উঠা জিগ-জ্যাগ ভাটাগুলো বিভিন্ন অজুহাত দেখিয়ে অবৈধ ঘোষণা করে, কখনো মোটা অংকের জরিমানা, কখনো সাময়িক বন্ধ অথবা একেবারে বন্ধ করে দেয়া হচ্ছে।কখনো অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। তারই প্রতিবাদে ইট প্রস্তুতকারী মালিক সমিতি এক বিক্ষোভ মিছিল করে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বান্না এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম বলেন পরিবেশ অধিদপ্তরের দেয়া সকল আইন মেনে দীর্ঘ দিন থেকে বৈধ ভাবে ইট ভাটার ব্যাবসা পরিচালনা করে আসলেও ইদানীং বিভিন্ন ত্রুটি ধরে বন্ধ করে দিচ্ছে ফলে অনেক ইট ভাটা শ্রমিকেরা কাজের অভাবে অতি কষ্টে দিনাতিপাত করছে।তিনি অনতিবিলম্বে লাইসেন্স নবায়ন সহ বৈধ ইটভাটা চালু রাখার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।এসময় আরো বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলার মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু।এসময় ইট প্রস্তুতকারী সমিতির সকল সদস্য সহ বিভিন্ন ইটভাটার শ্রমিকেরা অংশ গ্রহণ করেন।
পরে সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে একটি স্মারক লিপি প্রদান করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com