প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৭:২১ এ.এম
শেষ রক্ষা হলো না, ইফতারের আগে গ্রেপ্তার সাদ্দাম
![]()
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে যৌথ বাহিনীর অভিযানে রংপুর মহানগরীর স্টেশন এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মুজিদ আলী। তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন রংপুর ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যুবলীগ নেতা সাদ্দাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট রাজা রামমোহন ক্লাবের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।’ তিনি আরো বলেন, ‘মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন মুন্নার বাবা। সে মামলার আসামি সাদ্দাম।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com