প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৮:০১ পি.এম
সুবিপ্রবি অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে স্থানান্তর করার দাবীতে মানববন্ধন
![]()
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা শহরের নিকটবর্তী স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটি।
বুধবার (৫ মার্চ) বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাংগনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে গেল ১৫ বছরে সুনামগঞ্জবাসী কীভাবে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন, তা তুলে ধরেন বক্তারা।
সুনামগঞ্জ শহরে ব্যবহার উপযোগী একাধিক বহুতল ভবন রয়েছে। সেগুলিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কাজে লাগানো সম্ভব। কিন্তু তা নাকরে শান্তিগঞ্জ উপজেলার একটি গ্রামে জরাজীর্ণ কয়েকটি বাড়িতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেয়া হচ্ছে। এটি আওয়ামী ফ্যাসিবাদী এক মন্ত্রীর স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন বক্তারা।
সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোনাজ্জির হোসেন সুজন এর সঞ্চালনায়
মানববন্ধনে সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক এডভোকেট রবিউল লেইস রোকেস। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সাবেক সিভিল সার্জন ডা: সৈয়দ মনোয়ার আলী, শিক্ষাবিদ যোগেশ্বর রায়, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন দাস, এডভোকেট মাসুক আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মেহেদী হাসান শাকিব, এডভোকেট সেরেনুর আলী, এডভোকেট রুহুল তুহিন প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com