প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৮:০৫ পি.এম
মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুব সামাজিক সংঘ এর কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ গঠন।
![]()
চট্টগ্রামে মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুব সামাজিক সংঘ এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোঃ হাসান এবং সাধারণ সম্পাদক পদে আহসানুল নিরব নির্বাচিত হয়েছে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় লাল মিয়া প্লাজা, বাকলিয়া থানা, চট্টগ্রাম জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং সংগঠনের উপদেষ্টা মিজবাহ উদ্দিন ইমরান চৌধুরী। সংগঠনটি নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে ভোট দেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। সংগঠনের নির্বাচনে মাধ্যমে ১৫ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিত হয় সভাপতি-মোঃ হাসান, সহ-সভাপতি হুমাইরা খানম চৌধুরী, সাধারণ সম্পাদক – আহসানুল হক নিরব, সহ-সাধারণ সম্পাদক – মোঃ জাহেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক – মোঃ ওমর ফারুক নাহিদ, যুগ্ম সম্পাদক-হাফেজ মোঃ ইব্রাহিম, অর্থ সম্পাদক- গাজী শাহেদুল ইসলাম রানা, প্রচার সম্পাদক- তাসলিমা রওশান জাহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- আয়েশা ছিদ্দিকা , প্রজেক্ট বিষয়ক সম্পাদক- মোঃ নূরুন্নবী শাওন, দপ্তর সম্পাদক- মোঃ নাঈম উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- সাবেকুন্নাহার ঋতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মোহাম্মদ মামুনুল ইসলাম, সদস্য-আবু হাসনাত রাফি, সদস্য – মোঃ তাইফুর রহমান আশরাফি। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান বলেন- এই সংগঠন ২০১৯ সাল থেকে চট্টগ্রাম জেলায় শিশুদের বিকাশের মাধ্যমে মূল-ধারা শিক্ষার সাথে যুক্ত করা, যুবদের জন্য নেতৃত্বে দক্ষতা, কারিগরি শিক্ষা শিক্ষিত করা, যুবতীর উদ্যোক্তা তৈরি করা, কারিগরি প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা উন্নয়নের আর্থিক সহযোগিতা প্রদানকারী গুলোর সাথে সংযুক্ত করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে হাজার হাজার বেকার যুবক প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com