প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৮:০৭ পি.এম
কালীগঞ্জে আইএফআইসি ব্যাংক কর্তৃক ঈদ উপহার পেল এতিম শিশুরা
![]()
'ঈদের জামায় খুশির সাজ,সবার মাঝে ছড়িয়ে যাক’ এই স্লোগানকে সামনে রেখে ঈদের খুশি ও ভালোবাসা সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী সকল জেলাসমূহে পবিত্র রমজান মাসব্যাপী শুরু করেছে ব্যাতিক্রমী এক ঈদ ক্যাম্পেইন বা কর্মসূচি। এ ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংকের ঝিনাইদহের কালীগঞ্জ এসএমই/কৃষি শাখার আয়োজনে পৌর এলাকার আড়পাড়ায় অবস্থিত " আড়পাড়া জে এস পি কারিগরী বেসরকারি এতিমখান"র শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। বুধবার (৫ মার্চ) দুপুর ২ টায় এই উপলক্ষে এতিমখানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব জালাল উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, নাজমুল হক মিশু, এতিমখানার তত্তাবধায়ক মনিরুজ্জামান মিঠু। এ সময় ঈদের নতুন পোশাক হাতে পেয়ে এতিম শিক্ষার্থীদের মনে খুশির আমেজ লক্ষ করা যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com