প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৮:১১ পি.এম
লালমনিরহাটে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার
![]()
লালমনিরহাটে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ভূট্টাখেত থেকে মস্তকবিহীন মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর শরীরে কালো রঙের বোরকা ছিল।
দেহ থেকে বিচ্ছিন্নকরা মস্তকটি খুঁজে পেতে পুলিশ আশপাশে তল্লাশি চালিয়েছে কিন্তু তা খুঁজে পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ফুলগাছ গ্রামের কৃষক শফিকুল ইসলামের ভূট্টাখেত থেকে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম দুপুরে ভূট্টাখেতে পানিসেচের জন্য ড্রেন খুঁড়তে গেলে তিনি নারীর মস্তকবিহীন মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি একাই ভূট্টাখেতে গিয়েছিলেন। তার ভূট্টাখেতে নারীর মস্তবিহীন মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের চিৎকার দিকে ডাকতে থাকেন। মস্তক না থাকায় শরীর দেখে ঐ নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারনা অন্য এলাকা থেকে এই নারীকে ফুলগাছ গ্রামে নিয়ে এসে তার সঙ্গে পাশবিক নির্যাতন করে জবাই করে হত্যা করে ঐ নারীর মাথাটি নিয়ে গেছে এবং অন্য কোথাও গোপনে লুকিয়ে রেখেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, সদর থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তারা দেহ থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করতে কাজ করছে। মস্তকটি উদ্ধার হলে নারীর পরিচয় শনাক্ত করা যাবে। কোথাও থেকে কোনো নারী নিখোঁজ হয়েছে কিনা সে বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com