প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৮:১৩ পি.এম
বাঘারপাড়ায় হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতারের আয়োজন
![]()
যশোরের বাঘারপাড়া উপজেলার হাজী কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১লা রমজানে ছাতিয়ানতলা মাদ্রাসা জামেমসজিদে অনুষ্ঠিত হয়েছে । এদিন কেন্দ্রীয় কমিটির নির্বাহি হাজী মহোদয় উপস্থিত থেকে মাহফিল
সুন্দর ও সুস্থ ভাবে সম্পন্ন করেন । এদিন উপস্থিত ছিলেন, কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মাও. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব মো. রোস্তম আলী। পর্যায়ক্রমে ১০ রমজান দোহাকুলা বাজার জামেমসজিদ এদিন উপস্থিত থাকবেন মাও.ফারুক হোসেন ও মাও.আসাদুজ্জামান। ১১ রমজান রায়পুর বাজার জামেমসজিদ উপস্থিত থাকবেন মো. ইলিয়াস হোসেন ও মো.আ.জলিল ঢালী। ১৩ রমজান ধলগ্রাম বাজার জামেমসজিদ উপস্থিত থাকবেন ডা.মাও.ফয়জুল্লাহ ও আ.জলিল ঢালী। ১৪ রমজান দোহাকুলা পূর্ব জোন বহরমপুর বাজার জামেমসজিদ উপস্থিত থাকবেন মাও.ফারুক হোসেন ও মা.খলিলুর রহমান খন্দকার। ১৫ রমজান নারকেলবাড়িয়া জামেমসজিদ উপস্থিত থাকবেন মো.ইলিয়াস হোসেন ও মো.মনিরুজ্জামান মনির। ১৬ রমজর ভিটাবল্যা বাজার কেন্দ্রীয় জামেমসজিদ উপস্থিত থাকবেন মাও.ফারুক হোসেন ও আ.রহমান তরফদার। ১৭ রমজান খাজুরা বাজার জামেমসজিদ উপস্থিত থাকবেন মাও.নাজমুল হুদা ও মো.মনিরুজ্জামান কাজল। ১৮ রমজান বেতালপাড়া বাজার জামেমসজিদ উপস্থিত থাকবেন মো.মনিরুজ্জামান কাজল ও মাও.মাহমুদুর রশিদ (ম্যারেজ রেজিষ্টার) এবং সর্বশেষ পবিত্র রমজান মাসের ইফতার মাহফিল অনুস্ঠীত হবে উপজেলার দক্ষিণাঞ্চের ইউনিয়ন বাসুয়াড়ীর সাইটখালীর পশ্চিমপাড়া জামেমসজিদ উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রোস্তম আলী ও সহসভাপতি ও সাবেক শিক্ষক মো.আ.মজিদ আনোয়র প্রমূখ: ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com