ফের ঢাকা খিলক্ষেত মশা এর যন্ত্রণায় অতিষ্ঠ ঢাকা খিলক্ষেত বাসীরা। ঘরে-বাইরে অতিমাত্রায় বেড়েছে মশার উৎপাত। ভুক্তভোগী খিলক্ষেত বাসী বলছেন, সমস্যা দেখেও না দেখার ভান করছে সিটি করপোরেশন।
অনেকদিন ধরে বন্ধ মশা মারার ক্রাশ প্রোগ্রাম। আবার ওষুধের কার্যকারিতা নিয়েও আছে প্রশ্ন।
সন্ধ্যা নামার সঙ্গে ফের ঢাকা খিলক্ষেত দখল করেছে মশা। এর যন্ত্রণায় অতিষ্ঠ খিলক্ষেত বাসী। ঘরে-বাইরে অতিমাত্রায় বেড়েছে মশার উৎপাত।
ভুক্তভোগী নগরবাসী বলছেন, সমস্যা দেখেও না দেখার ভান করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
অনেকদিন ধরে বন্ধ মশা মারার ক্রাশ প্রোগ্রাম।
আবার ওষুধের কার্যকারিতা নিয়েও আছে প্রশ্ন।
আরো দেখা যায়, খিলক্ষেত, নিকুঞ্জ , গুলশান, বনানী, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, ফার্মগেট সহ, উত্তর সিটি করপোরেশনের বহু এলাকায় মশার দাপট প্রায় বেশি । মশার দাপটের কাছে কয়েল, স্প্রে, বৈদ্যুতিক ব্যাট মশারি সব ধরনের উপকরণই এখন অসহায়! মশার কাছে।
মশার সমস্যা নিয়ে বাসিন্দারা বলেন, সন্ধ্যার পর থাকা যায় না। ঘুমাতে এখন খুব অসুবিধা হচ্ছে মশার কারণে। মশারির ভেতরেও মশা চলে আসে। এই সমস্যা আছে এলাকা বাসী
এলাকাবাসী দাবি ঢাকা উত্তর সিটি করপোরেশন এর থেকে দ্রুত মশা মারার ক্রাশ প্রোগ্রাম শুরু করে যেন
যাতে এলাকাবাসীরা শান্তিতে থাকতে পারে ও রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারে ।
ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষ
এই বিষয় টা দেখার বিশেষ অনুরোধ রইল ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com